দুবাইয়ে হান্নান শাহর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

দুবাই প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সদ্য প্রয়াত আ স ম হান্নান শাহর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাতে দুবাই বিএনপির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাগি রেস্টুরেন্টের হলরুমে এ মাহফিলের আয়োজন করা হয়।

দুবাই বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেনের পরিচালনায় মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাইমুন রানা ফারুক ভূঁইয়া।

মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ ইদ্রিস।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন : আনোয়ারুল আলম মনসুর, হুমায়ুন কবির সুমন, মাওলানা মোহাম্মদ সোয়েব, জয়নাল আবেদিন জিল্লু, ফজলুল রহমান খান পাপ্পু, শাহাদাত হোসেন তালুকদার, মুহাম্মদ জলিল, নাসির শিকদার, মো. ইলিয়াস, সেলিম আজাদ মুন্না, মো. শহিদ চুট্টু, আকরামুল হক সুমন, ইসমত আলী, জাকির হোসেন প্রমুখ।

মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker