গাজীপুরে ‘আ.লীগের লোক দিয়ে’ মৎস্যজীবী দলের কমিটি গঠনের অভিযোগ
মেহেদী হাসান সবুজ : গাজীপুরে টাকা ও মোবাইল ফোনের বিনিময়ে আওয়ামী লীগের লোক দিয়ে ভাওয়ালগড় ইউনিয়ন মৎস্যজীবী দলের কমিটি গঠনের অভিযোগ উঠেছে।
সোমবার সদর উপজেলার হোতাপাড়া এলাকার ভাওয়াল ইউনাইটেড পাঠাগারের পাশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
এতে ভাওয়ালগড় ইউনিয়ন মৎস্যজীবী দলের সাবেক সভাপতি শেখ মো. নুরুল ইসলাম বলেন, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সিদ্দিক হোসেনকে এক লাখ টাকা না দেওয়ায় দেড় মাসের মাথায় তাদের কমিটি ভেঙে দিয়েছেন। বিএনপির নির্যাতিত ও ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে টাকা ও মোবাইলের বিনিময়ে আওয়ামী লীগের লোক দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে।
কোন নোটিশ না দিয়েই গত ২৪ জানুয়ারি নিয়ম মোতাবেক গঠিত কমিটি বাতিল করে ২৬ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে গাজীপুর-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজের আস্থাভাজন কর্মী ফারুক আকন্দকে সভাপতি ও রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
ভাওয়ালগড় ইউনিয়ন মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন বলেন, বিএনপি ঘোষিত আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা পালন করেছেন, বিভিন্ন সময়ে হামলা-মামলার শিকার হয়ে জেল খেটেছেন, ফেরারি জীবন কাটিয়েছেন, তাদেরকে বাদ দিয়ে টাকার বিনিময়ে ফ্যাসিবাদের দোসরদের নিয়ে কমিটি করা হয়েছে। বিষয়টি যাচাই করে আগের কমিটি পুনর্বহালে কেন্দ্রীয় নেতাদের দ্রুত হস্তক্ষেপের দাবি জানাচ্ছি।
এ সময় ভাওয়ালগড় ইউনিয়ন মৎস্যজীবী দলের সাবেক সহ-সভাপতি হিরন মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলী ও সাবেক দপ্তর সম্পাদক সাদেক হোসেনসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।