কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রীকে ‘একা ঘরে’ শ্বাসরোধে হত্যা

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

উপজেলার সিংহশ্রী ইউনিয়নের পূর্ব ভিটিপাড়া এলাকায় সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত শাহনাজ বেগম শিমু (৩৮) ওই এলাকার দক্ষিণ কোরিয়া প্রবাসী মোশারফ হোসেনের স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, মোশারফ দম্পতির কোন সন্তান নেই। শিমু বাড়িতে একা থাকতেন। মঙ্গলবার সকালে খাটের ওপর রশি ও গামছা বাঁধা অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর মিয়া জানান, নিহতের মুখের দুটি দাঁত ভাঙা দেখা গেছে। ধস্তাধস্তি করে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওসি আরও জানান, লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

আরও খবর

Back to top button