কাপাসিয়ায় বিএনপির রাষ্ট্র মেরামত সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ শীর্ষক কর্মশালা ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার বারিষাব ইউনিয়নের গিয়াসপুর মাঠে শুক্রবার দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান রিয়াজ।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফ ম মমতাজ উদ্দিন রেনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরার পরিচালনায় সম্মেলনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রায় এক হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক ফ ম এমদাদুল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল করিম বেপারী, কাপাসিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, বারিষাব ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা কফিল উদ্দিন, রায়েদ ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান জাফর, সিংহশ্রী ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন মনসুর ভূঁইয়া, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশীদ নয়ন, সনমানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তৌহিদুজ্জামান তপন, কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান, তরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুজ্জামান বেপারী, কাপাসিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা ও চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোড়ল।

আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা সিদ্দিক হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির প্রমুখ।

কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এফ এম কামাল হোসেন, বিএনপি নেতা মেজবাহ উদ্দিন, মীর মাসুদ করিম, আমিনুর রহমান, মেহেদী হাসান বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি প্রমুখ।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker