সাবেক পরিবেশ ও বনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।
ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি দৈনিক ভোরের কাগজের প্রকাশক ও দেশ টিভির অন্যতম অংশীদার।
এর আগে সাবের হোসেন চৌধুরী একাদশ জাতীয় সংসদে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।