গাজীপুর মহানগর আওয়ামী লীগের নেতা বুদ্দিন বিমানবন্দরে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার থাইল্যান্ডে যাওয়ার চেষ্টাকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কাজী আলিম উদ্দিন বুদ্দিন নগরীর উত্তর ছায়াবিথী এলাকার বাসিন্দা। তিনি গত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কাজী আলিম উদ্দিন বুদ্দিন সকালে থাইল্যান্ডে যাওয়ার জন্য বিমানবন্দরে যান। তখন ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে গাজীপুর মহানগর পুলিশে খবর দেয়।

কাজী আলিম উদ্দিন বুদ্দিন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর একাধিক হত্যা মামলায় জাহাঙ্গীর আলমকেও আসামি করা হয়েছে।

জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, কাজী আলিম উদ্দিন বুদ্দিনকে একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে। প্রক্রিয়া চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button