সাবেক ‘প্রভাবশালী’ ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার রাতে রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেফতার করা হয় বলে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানান।
আছাদুজ্জামান মিয়া ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ডিএমপি কমিশনারের দায়িত্বে ছিলেন।
পরে তাকে জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগ সরকার।
গত জুনে আছাদুজ্জামান মিয়ার বিপুল অর্থ-সম্পদের ওপর দৈনিক মানবজমিনসহ বিভিন্ন মিডিয়ায় প্রতিবেদন প্রকাশের পর তিনি আলোচনায় আসেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আছাদুজ্জামান মিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে একটি মামলা করা হয়।