কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম।
বুধবার কারাগারের জেলার লুৎফর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
বহুল আলোচিত সুইডেন আসলাম (৬২) ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়ার এলাকার মৃত শেখ জিন্নাত আলীর ছেলে।
কারা কর্তৃপক্ষ জানায়, সুইডেন আসলামের জামিনের কাগজপত্র মঙ্গলবার কারাগারে পৌঁছায়। পরে রাতে তাকে মুক্তি দেওয়া হয়। তিনি ২০১৪ সাল থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দী ছিলেন।
খোঁজ নিয়ে জানা যায়, সুইডেন আসলামের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ২২টি মামলা হয়। এর মধ্যে ৯টি হত্যা মামলা। ১৯৯৭ সালে তেজগাঁওয়ে যুবলীগ নেতা গালিব হত্যা মামলাটি আদালতে বিচারাধীন।
অস্ত্র আইনের দুটি মামলায় সুইডেন আসলামের একটিতে যাবজ্জীবন ও অপরটিতে ১৭ বছরের কারাদণ্ড হয়। পরে তিনি উচ্চ আদালত থেকে খালাস পান।
বিগত বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ২৩ শীর্ষ সন্ত্রাসীর একজন সুইডেন আসলাম। তিনি এক সময় দেশ থেকে পালিয়ে সুইডেনে ছিলেন।