গাজীপুরে হাসিনা, মোজাম্মেল, রিমি, টুসিসহ ১৩৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এক তরুণকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

নিহতের বাবা আমির আলী বাদী হয়ে মঙ্গলবার রাতে গাজীপুর মহানগর পুলিশের বাসন থানায় মামলাটি করেন।

মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি, সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, সাবেক ভারপ্রাপ্ত সিটি মেয়র আসাদুর রহমান কিরণ, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান প্রমুখ।

নিহত নূর আলমের (২২) বাড়ি কুড়িগ্রাম সদরের মোল্লাপাড়া মধ্য কুমরপুর গ্রামে। তিনি তেলিপাড়া এলাকায় ভাড়া থাকতেন।

মামলায় বলা হয়, আসামিদের হুকুমে ও প্রত্যক্ষ সহযোগিতায় গত ২০ জুলাই সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়াস্থ হানিমুন রেস্টুরেন্টের সামনে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয়। এ সময় অবৈধ অস্ত্রধারীদের ছোড়া গুলিতে আন্দোলনে অংশগ্রহণকারী নূর আলম নিহত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button