কাপাসিয়ায় গৃহবধূকে শ্লীলতাহানি, বিএনপি নেতা জামাল গ্রেফতার
কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক বহিষ্কৃত সভাপতি জামাল উদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয়েছে।
এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে শনিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত জামাল উদ্দিন আহমেদ (৬০) উপজেলার তরগাঁও গ্রামের মৃত সফিউদ্দিন আহমেদ ওরফে সাবু চেয়ারম্যানের ছেলে।
অভিযোগে জানা যায়, জামাল উদ্দিন ওই নারীর স্বামীর অনুপস্থিতিতে প্রায়ই তাদের বাড়িতে আসা-যাওয়া করতেন। এক পর্যায়ে তিনি অশালীন অঙ্গভঙ্গি করে তাকে কুপ্রস্তাব দেন।
এ ঘটনায় জামাল উদ্দিনকে সতর্ক করার পরও সুযোগ বুঝে গৃহবধূকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করা হয়। পরে লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর মিয়া জানান, জামাল উদ্দিনকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে। রবিবার তাকে আদালতে পাঠানো হবে।