শ্রীপুরে চেম্বারে গৃহকর্মীকে ধর্ষণ, ডা. ফরহাদ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে এক কিশোরী গৃহকর্মীকে ধর্ষণ ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্ত ডা. ফরহাদ উজ্জামান (৩৮) উপজেলা শহরের মার্কাজ মসজিদ রোড এলাকার অ্যাডভোকেট আবুল হাশেমের ছেলে।
ভিকটিমের পরিবার জানায়, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহে। তার বাবা রিকশাচালক। সে দুই মাস ধরে ফিজিওথেরাপিস্ট ফরহাদের বাসায় গৃহকর্মীর কাজ করত।
গত ২১ জুন সকালে বাসার নিচ তলায় চেম্বার পরিষ্কারের জন্য ডেকে নিয়ে ফরহাদ তাকে ধর্ষণ ও ভিডিও ধারণ করেন। পরে ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে আবারও ধর্ষণ করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, ওই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মামলা করলে শনিবার রাতেই চেম্বার থেকে ফরহাদকে গ্রেফতার করা হয়। রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।