শ্রীপুরে র্যাব পরিচয়ে কারখানার কর্মকর্তাদের অপহরণ করে টাকা লুট
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে র্যাব পরিচয়ে কারখানার তিন কর্মকর্তাকে অস্ত্রের মুখে অপহরণ করে প্রায় সাড়ে ১৯ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে।
উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর বাজার এলাকার সেলভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এ ঘটনা ঘটে।
কারখানার কর্মকর্তারা জানান, শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার জন্য বৃহস্পতিবার ব্যাংক থেকে ১৯ লাখ ৪৫ হাজার টাকা তোলা হয়। তাদের বহনকারী প্রাইভেটকার কারখানার গেটের সামনে আসলে একটি গাড়ি গতিরোধ করে।
পরে র্যাব পরিচয়ে কর্মকর্তাদের দুর্বৃত্তদের গাড়িতে তুলে নেওয়া হয়। টাকার ব্যাগ রেখে প্রায় এক ঘণ্টা পর তাদেরকে জয়দেবপুর থানার হোতাপাড়া এলাকায় নামিয়ে দেয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।