গাজীপুরের রাজেন্দ্রপুরে তামাকমুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন
সাইফুল ইসলাম : গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ধূমপানমুক্ত বাংলাদেশ চাই সোসাইটির উদ্যোগে নগরীর রাজেন্দ্রপুর চৌরাস্তায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের মহানগর শাখার সাধারণ সম্পাদক আবির হাসান তুষারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর ছবদের হাসান, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহেল আরমান ও উপদেষ্টা নূরনবী ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, পাড়া-মহল্লায় ধূমপানের কুফল সম্পর্কে জানাতে হবে। মাদক থেকে সবাইকে দূরে থাকতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল শেখ, সাংগঠনিক সম্পাদক বিশাল চৌধুরী, আশার আলো বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা সানাউল্লাহ নিরব, তোফাজ্জল হোসেন প্রমুখ।