শ্রীপুরে আ.লীগ নেতার বাড়িতে গুলি, পেট্রোল ঢেলে আগুন
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে গুলি ছুড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
উপজেলার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার নূরে আলম মোল্লা ওই এলাকার মৃত তফিল উদ্দিন মোল্লার ছেলে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
নূরে আলম মোল্লা জানান, তাকে প্রথমে রাত সাড়ে ১২টার দিকে আক্তার খান ও হাসান খন্দকার পরিচয়ে একটি নম্বর থেকে ফোন করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে রাত পৌনে তিনটার দিকে তার বাড়িতে গুলি ছুড়ে ও বারান্দায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে কয়েকটি পোষা পাখি মারা যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জামান জানান, দুর্বৃত্তরা ওই বাড়ি লক্ষ্য করে ১০ রাউন্ড গুলি ছুড়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।