গাজীপুরে অন্তঃসত্ত্বা স্কুল শিক্ষিকাকে ছুরি মেরে হত্যা, যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে এক অন্তঃসত্ত্বা স্কুল শিক্ষিকাকে ছুরি মেরে হত্যা করা হয়েছে।
রবিবার বিকেলে নগরীর দক্ষিণ সালনা এলাকার মন্ত্রিবাড়ি রোডে এ ঘটনা ঘটে।
নিহত রুমানা আক্তার (২৮) বরিশাল বন্দর থানার রায়পুরা এলাকার হাসান হাওলাদারের স্ত্রী। তিনি একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন।
এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। অভিযুক্ত কায়েস রানা সিরাজগঞ্জের সলঙ্গা এলাকার আবদুল খালেকের ছেলে। তিনি একটি পোশাক কারখানায় চাকরি করেন।
স্থানীয়রা জানান, রুমানা দম্পতি ওই এলাকার গোলাম মোস্তফার বাড়ির ভাড়াটিয়া। তাদের পাশের বাসায় ভাড়া থাকতেন কায়েস। তিনি ছুরি নিয়ে প্রথমে সাবিনার বাসায় ঢুকে তাকে এলোপাতাড়ি আঘাত করেন।
এ সময় সাবিনার চিৎকারে রুমানা এগিয়ে গেলে ছুরি দিয়ে তার পিঠে ও গলায় আঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাফিউল করিম জানান, হত্যার কারণ এখনো জানা যায়নি। পুরো বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।