এমপি আনোয়ারুল আজিমকে ভারতে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে
নিজস্ব প্রতিবেদক : চিকিৎসার জন্য ভারতে গিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুন হয়েছেন।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। কারা খুন করেছে, তা জানতে বাংলাদেশ ও ভারতের পুলিশ কাজ করছে।
তিনি বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। তারা বাংলাদেশ পুলিশের কাছে আছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বুধবার রাজধানীর নিজ বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।
তিনি আরও বলেন, খুনের সঙ্গে ভারতের কেউ জড়িত না। বাংলাদেশিরা খুন করেছে। ভারত আমাদের যথেষ্ট কো-অপারেশন করছে।