শ্রীপুরে প্রেমে জড়িয়ে বিয়ে, ৭ মাস পর দম্পতির আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে একটি ফ্ল্যাট বাসা থেকে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ফারুক খানের বাড়ির নিচ তলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এ সময় লাশের পাশে পাশাপাশি কবর দেওয়ার আরজি জানিয়ে লেখা একটি চিরকুটও পাওয়া গেছে।

নিহতরা হল শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদী গ্রামের মফিজুল হকের ছেলে ইসরাফিল হক (১৭) ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পস্তারী গ্রামের আবুল কাশেমের মেয়ে রোকেয়া খাতুন (১৫)।

তাদের মধ্যে ইসরাফিল একটি ওয়ার্কশপে ও রোকেয়া একটি কারখানায় কাজ করত। প্রেমের সম্পর্কে জড়িয়ে সাত-আট মাস আগে তারা পরিবারের অমতে বিয়ে করেছিল।

ইসরাফিলের বাবা জানান, ছেলে বউ নিয়ে তাদের পাশের ফ্ল্যাটে থাকত। সকালে দরজা খোলা দেখে ভেতরে গিয়ে ইসরাফিলকে ঝুলন্ত অবস্থায় ও রোকেয়ার লাশ খাটের ওপর দেখতে পান।

রোকেয়ার ভাই বোরহান উদ্দিন জানান, তার বোনের সংসার ভালোই চলছিল। সম্প্রতি ইসরাফিল বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করে বাসা থেকে চলে যায়। পরে বৃহস্পতিবার তাদেরকে বুঝিয়ে বাসায় আনা হয়। সকালে তারা মৃত্যুর খবর পান।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে প্রথমে স্ত্রী আত্মহত্যা করেছে। পরে তা সইতে না পেরে স্বামীও আত্মহত্যা করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button