গাজীপুরে চালককে হত্যা করে অটো ছিনতাই, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে অটোরিকশা চালক রুবেল মিয়াকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জিএমপি সদর থানার এসআই উৎপল কুমারের নেতৃত্বে রাজধানীর পল্লবী, কালিয়াকৈর ও মির্জাপুরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

আসামিরা হলেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার মুটুকপুর এলাকার বন্দে আলীর ছেলে আবুল হোসেন (৪৬), লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূব নওদাবাশ এলাকার বাবুল মিয়ার ছেলে আয়নাল (৩২) ও কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরপুমদী উত্তরপাড়া এলাকার হিরা মিয়ার ছেলে পিয়াস আহমেদ (২২)।

তাদের মধ্যে আবুল ও আয়নাল কালিয়াকৈরের সফিপুর আনসার একাডেমির পাশে ভাড়া থাকতেন। আর পিয়াস থাকতেন পল্লবী থানার পাশের বস্তিতে।

সোমবার সদর থানার এসআই উৎপল কুমার ঘটনার আড়ালে-কে এসব তথ্য জানান।

মামলা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা টঙ্গীর চেরাগ আলী বাসস্ট্যান্ড থেকে যাত্রীবেশে রুবেল মিয়ার অটোরিকশায় ওঠেন। পরে তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে ও মারধর করে অটো ছিনিয়ে নিয়ে গুরুতর অবস্থায় ধীরাশ্রম পোস্ট অফিসের সামলে ফেলে যান। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই সোহেল হোসেন বাদী হয়ে গত ২৪ ফেব্রুয়ারি থানায় হত্যা মামলা করেন। মামলা নম্বর ৫৯।

এসআই উৎপল কুমার জানান, আসামিদের কাছ থেকে লুণ্ঠিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। তারা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে আখের রসের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনিয়ে নিয়ে বিক্রি করেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

তিনি আরও জানান, আদালতে আসামিদের রিমান্ড আবেদন মঞ্জুর হয়েছে। বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button