গাজীপুরে কিশোরীকে ধর্ষণ, দম্পতি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন রংপুরের হারাগাছ উপজেলার সারাই দর্জিপাড়া এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে সাইফুর রহমান (৪১) ও তার স্ত্রী শাপলা বেগম (৩৫)। তারা কোনাবাড়ী থানার জরুন নামাপাড়া এলাকায় ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করতেন।
এর আগে ওই কিশোরীর মা বাদী হয়ে শনিবার রাতে কোনাবাড়ী থানায় একটি মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, ওই কিশোরীর বাবা-মা পোশাক কারখানায় চাকরি করেন। সাইফুর তাকে প্রলোভন দেখিয়ে একটি বাসায় নিয়ে ধর্ষণ করেন। এতে তার স্ত্রী সহযোগিতা করেন।
কোনাবাড়ী থানার এসআই আবুল কাশেম জানান, অভিযুক্ত দম্পতিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা প্রাথমিকভাবে ধর্ষণের কথা স্বীকার করেছেন।