বিজয়ী হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানাল ১১ দেশ
নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১১টি দেশ অভিনন্দন জানিয়েছে।
দেশগুলো হল ভারত, রাশিয়া, চীন, ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, ব্রাজিল ও মরক্কো।
সোমবার ওই দেশগুলোর রাষ্ট্রদূতরা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে অভিনন্দন বার্তা পৌঁছে দেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় রাষ্ট্রদূতরা স্ব স্ব দেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। এ সময় প্রধানমন্ত্রী তাদের ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রায় সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, রবিবার অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ ২২২টি আসনে জয়ী হয়েছে। দলটি শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মত সরকার গঠন করতে যাচ্ছে।