নির্বাচন ভালো হয়েছে, ভোট পড়েছে ৪০ শতাংশ : সিইসি
নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, অনেক ভালো নির্বাচন হয়েছে। আমি এতটা প্রত্যাশা করিনি।
তিনি বলেন, শুধু বলছি কোন সহিংসতা হয়নি, এ জন্য আমরা সেটিসফাইড। আল্লাহর রহমতে একজনও মারা যাননি। আর মারামারির যে সহিংসতা, সেটা খুব একটা হয়নি।
রবিবার রাতে নির্বাচন ভবনে ফলাফল সংগ্রহ ও বুথ পরিদর্শনে এসে সিইসি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচনে বিরোধিতা ছিল। সেটাকে অতিক্রম করে ৪০ শতাংশ ভোট পড়েছে। যেখানে কিছু কিছু অনিয়ম হয়েছে, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি।