ভোট কেন্দ্রে নৌকা ছাড়া কারও এজেন্ট দেখতে পাইনি : সিইসি
নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমি যেগুলো পেয়েছি, সবাই নৌকার পক্ষে পোলিং এজেন্ট। বাকি প্রার্থীদের কোন লোকজন দেখতে পাইনি।
তিনি বলেন, ভোটার উপস্থিতি আশা করি আরও বাড়বে। প্রতিটা সেন্টারে আমি খোঁজ নিয়েছি। ভোট হয়েছে অল্প অল্প।
রাজধানীর হাবীবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে ভোট দিয়ে নির্বাচন ভবনে ফিরে সিইসি সাংবাদিকদের এসব কথা বলেন।
হরতাল ও সহিংসতার কারণে ভোটে প্রভাব পড়বে কি না-এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচন কমিশন শুধু ভোটটা ম্যানেজ করছে। কেউ ভোট দিতে আসবেন কি আসবেন না, সেটা দেখা আমাদের কাজ নয়।