ঢাকায় ট্রেনে দুর্বৃত্তের আগুন, নিহত বেড়ে ৪
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেসে’ দুর্বৃত্তের আগুনে দগ্ধ হয়ে চার যাত্রী নিহত হয়েছে।
শুক্রবার রাত নয়টার দিকে ট্রেনটিতে আগুন দেওয়া হয়। এতে অন্তত পাঁচটি বগি পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাঈন উদ্দিন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
এর আগে গত ১৯ ডিসেম্বর তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে দুর্বৃত্তদের আগুনে মা ও শিশুসহ চারজনের মৃত্যু হয়।