বিএনপির মারধরে আহত হিরো আলম বললেন, এটাই কী স্বাধীনতা?

নিজস্ব প্রতিবেদক : বহুল আলোচিত কৌতুক অভিনেতা আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে বগুড়া আদালত প্রাঙ্গণে মারধর ও কান ধরে ওঠবস করানো হয়েছে।

রবিবার এই হামলার জন্য বিএনপিকে দায়ী করে তিনি বলেন, আগে আওয়ামী লীগের হামলার শিকার হয়েছিলাম। এবার হামলা করল বিএনপি। আওয়ামী লীগ আর বিএনপির পার্থক্য কোথায়?

হিরো আলম বলেন, আওয়ামী লীগ নামে এক স্বৈরাচারের পতনের পর বিএনপি সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। তারা আদালতের এজলাস কক্ষেই আমার ওপর হামলা করেছে। ৫ আগস্ট জাতি যখন স্বৈরাচারমুক্ত হয়ে নতুন এক স্বাধীনতার স্বাদ ভোগ করছে, তখন আমার ওপর এই হামলা হল। এটাই কী স্বাধীনতা?

এর আগে একাধিকবার সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা এই রাজনীতিক সাবেক সড়কমন্ত্রী ওবায়দুল কাদের, সদ্য পদত্যাগকারী প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল ও সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেনসহ ৩৯ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।

জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদিয়া আফসানা অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দেন।

হিরো আলমের ওপর হামলার অভিযোগ স্বীকার করে আইনজীবী সহকারী সমিতির নির্বাহী সদস্য রনি সরকার সাংবাদিকদের বলেন, হামলায় তিনি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হুদা নেতৃত্ব দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button