গাজীপুরে স্ত্রীকে হত্যা করে মাটিচাপা, ১১ দিন পর ধরা দিলেন স্বামী
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ১১ দিন পর থানায় হাজির হয়ে ধরা দিয়েছেন স্বামী।
নগরীর হাড়িনাল দক্ষিণপাড়া থেকে সোমবার রাত ১২টার দিকে নিহতের মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, সবজি বিক্রেতা বেলায়েত হোসেন ওই এলাকার আমজাদ হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। গত ২৪ নভেম্বর স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়।
এক পর্যায়ে বেলায়েত স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে লাশ বাড়ির উঠানে মাটিচাপা দেন। পরে তিনি অনুশোচনায় ভুগতে থাকেন।
সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান, বেলায়েত নিজে থানায় হাজির হয়ে ঘটনা খুলে বলার পর ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।