গাজীপুরের সালনায় ২ কাভার্ড ভ্যানে দুর্বৃত্তদের আগুন
নিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামায়াতের ডাকা ষষ্ঠ দফা অবরোধের শেষ দিনে গাজীপুরে দুটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে নগরীর দক্ষিণ সালনা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কয়েকজন দুর্বৃত্ত তিন-চারটি মোটরসাইকেলে এসে ইটপাটকেল নিক্ষেপ করে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ ও গুড উইল ক্যারিয়ার নামের দুটি কাভার্ড ভ্যানের গতিরোধ করে। পরে তারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয়। কেউ হতাহত হয়নি।