কালিয়াকৈরে বাসে পেট্রোল ঢেলে আগুন
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈরে একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বাসচালক হাবিবুর রহমান জানান, তিনি কেপি পরিবহনের বাস নিয়ে কোনাবাড়ী থেকে পোশাক কারখানার শ্রমিক আনতে যাচ্ছিলেন। এ সময় চার-পাঁচজন লোক দৌড়ে বাসে ওঠে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যান।
পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের ভেতরের ও সামনের অধিকাংশ পুড়ে গেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।