কাপাসিয়ায় সম্প্রীতি রক্ষায় হিন্দুদের সঙ্গে হেফাজতের মতবিনিময়
কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেছে হেফাজতে ইসলাম।
শনিবার কাপাসিয়া সদর, তরগাঁও ও চাঁদপুর ইউনিয়নের বিভিন্ন মন্দিরে গিয়ে তারা মতবিনিময় এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এতে উপজেলা কওমি পরিষদের সভাপতি মুফতি আজমল হুসাইন কাসেমীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মিজানুর রহমান চৌধুরী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, ইমাম পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মজিবর রহমান, কাপাসিয়া মডেল মসজিদের ইমাম মাওলানা মাহমুদুল হাসান মারুফ, কাপাসিয়া জয়কালী মন্দির কমিটির সহ-সভাপতি চিত্ত রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক জীবন ভৌমিক প্রমুখ।