শ্রীপুরে সালিশে মারামারিতে শিশু নিহত, বাবা-মা আহত
সাদেক মিয়া, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধে দুই বছর বয়সী এক শিশু নিহত ও বাবা-মা আহত হয়েছেন।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা স্থানীয় আবদুস সাত্তারের মেয়ে। আহতরা হলেন শিশুটির বাবা আবদুস সাত্তার (৪০) ও মা কুলসুম আক্তার (২৪)।
ইউপি মেম্বার আবদুস সামাদ ও মমিনুল কাদির জানান, প্রতিবেশী লাল মিয়ার সঙ্গে আবদুস সাত্তারের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ বসে।
এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে মারামারি হয়। এ সময় ওই শিশু গুরুতর আহত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোসা. শারমিন জানান, শিশুটির মাথায় আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছিল। কিন্তু বাবা-মা আহত থাকায় হাসপাতালে নিতে দেরি হওয়ায় বিকেলে তার মৃত্যু হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফজল মো. নাসিম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।