ঢাকা প্রেস ক্লাবের ১১ সদস্যের কমিটি গঠিত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর টিকাটুলিতে অবস্থিত ঢাকা প্রেস ক্লাবের ১১ সদস্যের কমিটি গঠিত হয়েছে।
গত ৩১ আগস্ট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রকনুল হক স্বাক্ষরিত পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে দীপংকর গৌতম সভাপতি ও সাদেক মাহমুদ পাভেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সেলিম, মঞ্জুর হোসেন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজমুল আহম্মেদ তৌফিক, অর্থ সম্পাদক মোহাম্মদ মাসুদ, প্রচার সম্পাদক বাপ্পাদিত্য বসু, দপ্তর সম্পাদক মাইনুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক আলাউদ্দিন আহম্মেদ ও নির্বাহী সদস্য মাহবুবুর রহমান পলাশ।
উল্লেখ্য, ঢাকা প্রেস ক্লাব নানা বাধা অতিক্রম করে ৩৬ বছরে পদার্পণ করেছে। কতিপয় অপসাংবাদিক নিবন্ধিত সংগঠনটির নাম ভাঙিয়ে ধান্ধাবাজির চেষ্টা করছিল।