গাজীপুরে পুলিশের মিথ্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক সবুজ
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে পুলিশের মিথ্যা মামলা থেকে খালাস পেয়েছেন আলোকিত নিউজ ডটকম ও সাপ্তাহিক ঘটনার আড়ালের নিজস্ব প্রতিবেদক মেহেদী হাসান সবুজ।
সোমবার বিকেলে গাজীপুর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ফারুক এ রায় ঘোষণা করেন।
এর আগে মামলাটির সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন বিচারক।
আদালতে আসামি পক্ষে আইনজীবী মাহমুদুল হাছান সোহেল ও রাষ্ট্রপক্ষে এপিপি শিউলি সুলতানা শুনানি করেন।
সাংবাদিক মেহেদী হাসান সবুজকে সদর উপজেলার ভবানীপুর বাজার এলাকার একটি বাড়ি থেকে ২০১৮ সালের ২৩ নভেম্বর সন্ধ্যায় আটক করে জয়দেবপুর থানা পুলিশ।
পরে রাতভর নানা নাটকীয়তা শেষে ২৪ নভেম্বর তাকে একটি মাদক মামলায় সহযোগী আসামি দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
২৭ নভেম্বর জামিনে মুক্তি পান সাংবাদিক সবুজ। এরপর পাঁচ বছরেরও বেশি সময় আইনি লড়াই শেষে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়।
আসামি পক্ষের আইনজীবী মাহমুদুল হাছান সোহেল জানান, রায়ের মধ্য দিয়ে সাংবাদিক সবুজ ন্যায় বিচার পেয়েছেন। অপর আসামি শরিফকেও খালাস দিয়েছেন আদালত।
সাংবাদিক সবুজ বলেন, তিনি ঘটনার দিন মোবাইলে চার্জ দিতে তার ক্লাসমেট শরিফের ঘরে গিয়েছিলেন। সংবাদ প্রকাশের জেরে ভূমিদস্যু চক্র পুলিশ দিয়ে পূর্বপরিকল্পিতভাবে তাকে মামলায় ফাঁসিয়ে হয়রানি করেছে।
তিনি আরও বলেন, জয়দেবপুর থানার তৎকালীন এসআই সাইদুর রহমান খান, রকিবুল ইসলাম ও ওসি আসাদুজ্জামান পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ওই মিথ্যা মামলা করেছেন। তাদেরও শাস্তি হওয়া উচিত।