সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
রাজধানীর শান্তিনগরের একটি বাসা থেকে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মো. খালিদ হোসেন জানান, গোলাম দস্তগীর গাজী গ্রেফতার এড়াতে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী স্যাটেলাইট চ্যানেল গাজী টিভির মালিক। গাজীপুরেও তার অনেক সম্পত্তি রয়েছে।
ইতিমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোলাম দস্তগীর গাজীসহ ১০৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।