ঢাকায় কনস্টেবল আমিরুল হত্যা : গাজীপুর থেকে ৪ আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : ঢাকায় গত ২৮ অক্টোবর বিএনপির সঙ্গে সংঘর্ষ চলাকালে পুলিশ কনস্টেবল আমিরুল পারভেজকে পিটিয়ে হত্যার ঘটনায় গাজীপুরে আত্মগোপনে থাকা চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
নগরীর লক্ষ্মীপুরা এলাকা থেকে মঙ্গলবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয় বলে বুধবার জিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) ইব্রাহিম খান জানান।
গ্রেফতারকৃতরা হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাইধনখালী গ্রামের আবদুল আহাদের ছেলে ইমরান (২৪), শেরপুর সদর উপজেলার চান্দেরনগর গ্রামের আতশ মিয়ার ছেলে বাবুল (৪২), বরিশালের বিমানবন্দর থানার বকশীচর গ্রামের নুরুল হকের ছেলে মনির হোসেন (২৮) ও কুমিল্লার মুরাদনগর উপজেলার জানগড় গ্রামের জগদীশ চন্দ্র দাসের ছেলে বাদল দাস (৬০)।
উপ-কমিশনার ইব্রাহিম খান জানান, আসামি ইমরান প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহত পুলিশ সদস্যের ওপর হামলায় সরাসরি জড়িত বলে স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকিদের গ্রেফতার করা হয়েছে।