কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ আরও ১ শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে।
শনিবার রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মনসুর আলীর (৩০) গ্রামের বাড়ি সিরাজগঞ্জে। তিনি কারখানার শ্রমিক ছিলেন।
এর আগে শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুরের সোলেমান মোল্লার মৃত্যু হয়। আগুনে তার শরীরের ৯৫ শতাংশ পুড়েছিল।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, মনসুর আলী আইসিইউতে ছিলেন। তার শরীরের শত ভাগ পুড়েছিল।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় উপজেলার তেলিরচালা এলাকার শ্রমিক কলোনিতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে ৩৬ জন দগ্ধ হয়।