প্রাথমিকে ‘খেলার ছলে শেখা’

জাকিয়া সুলতানা : প্রাথমিক বিদ্যালয় হলো শিশুদের শিক্ষা জীবনের প্রথম ধাপ। শিশুদের সহজভাবে শেখানোর জন্য খেলার মাধ্যমে শিক্ষা দেওয়া এক গুরুত্বপূর্ণ ও বৈজ্ঞানিক পদ্ধতি।

খেলার সময় শিশুদের মন মুক্ত থাকে এবং তারা আনন্দের সঙ্গে বিভিন্ন বিষয় শিখতে পারে। শিশুর বয়স অনুযায়ী তাদের শেখার ক্ষমতা ও আগ্রহ বিভিন্ন হয়।

খেলার মাধ্যমে শেখানো হলে শিশুদের মধ্যে শিক্ষার প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়, তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং শিক্ষাকে কঠিন মনে করে না। খেলার ছলে শিখন পদ্ধতি তাদের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। শিশুদের শারীরিক ব্যায়াম হয়, যা তাদের স্বাস্থ্যের জন্য ভালো। পাশাপাশি মানসিক বিকাশেও সহায়ক।

খেলার মাধ্যমে শিশুরা দলগত কাজ, সহযোগিতা, নেতৃত্ব ও সমস্যা সমাধানের দক্ষতা শিখতে পারে। শিক্ষামূলক খেলনা সামগ্রী ব্যবহার, গান, নাচ, গল্প বলা, কল্পনা ও সৃজনশীলতা বাড়ানোর জন্য ছবি আঁকা বা হাতের কাজের মত কার্যক্রম ইত্যাদি উপায় অবলম্বন করা যেতে পারে। এটি শুধু শিক্ষার পরিবেশকেই আকর্ষণীয় করে না, পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করে।

* জাকিয়া সুলতানা, সহকারী শিক্ষক, লাঘালিয়া আমির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাজীপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button