কাপাসিয়ায় পরাজিত চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের হামলায় ২ পুলিশ আহত
কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে পরাজিত প্রার্থীর কর্মীদের হামলায় জেলা ডিবির দুই সদস্য আহত হয়েছেন।
চর সনমানিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রবিবার কাপাসিয়া থানায় মামলা হয়েছে।
আহতরা হলেন কনস্টেবল বিপ্রদাস ও কনস্টেবল মাহমুদুল হাসান। তাদেরকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, নির্বাচনের ফল ঘোষণার পর কেন্দ্র থেকে বের হওয়ার সময় পরাজিত চেয়ারম্যান প্রার্থী আবদুল হকের কর্মীরা ডিবি পুলিশের গাড়িতে হামলা চালান। তারা লাঠি দিয়ে আঘাত করে গাড়ির গ্লাস ভেঙে ফেলেন। এ সময় দুজন আহত হন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর মিয়া জানান, ওই ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে পরাজিত প্রার্থী আবদুল হক বলেন, ফল ঘোষণার আগে তার প্রতীকের কিছু ব্যালট পেপার বাইরে পাওয়া গেছে। এ নিয়ে অতি উৎসাহীরা উত্তেজিত হয়ে গন্ডগোল করেছেন।
উল্লেখ্য, সনমানিয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চারজনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ঘোড়া প্রতীকের প্রার্থী মোবারক হোসেন বিজয়ী হয়েছেন।