মিয়ানমারের মর্টারশেল এসে পড়ল বাংলাদেশে, নারীসহ নিহত ২
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে দুজন নিহত হয়েছেন।
সোমবার বিকেল পৌনে তিনটার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হোসনে আরা (৫৫) স্থানীয় বাদশা মিয়ার স্ত্রী। অপরজন হলেন বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নবী হোসেন (৬৫)। তিনি ওই বাড়িতে শ্রমিকের কাজ করছিলেন।
ঘুমধুম ইউপি চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ জানান, হোসনে আরা ওই সময় রোহিঙ্গা ব্যক্তিকে দুপুরের খাবার দিতে রান্নাঘরে যান। তখন মর্টারশেলটি এসে রান্নাঘরের ওপর পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান জানান, মিয়ানমারে দুই পক্ষের গোলাগুলির সময় মর্টারশেল ওই বাড়িতে পড়ে বিস্ফোরিত হয়ে দুজন মারা গেছেন। হেলিকপ্টার থেকে বোমা নিক্ষেপের সময় এটা এসে পড়েনি।
উল্লেখ্য, সীমান্তের ওপারে রবিবার রাত থেকে মিয়ানমারের বিজিপির সঙ্গে রাখাইন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তীব্র লড়াই চলছে।