‘দুই যুগ পর’ কাপাসিয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত
কাপাসিয়া প্রতিনিধি : দুই যুগ পর গাজীপুরের কাপাসিয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার প্রেসক্লাব কার্যালয়ে এক বিশেষ সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
এতে সমঝোতা সমন্বয়কারী নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক সমকালের সিটিপি বিভাগের কর্মকর্তা মহসীন খান বকুল।
সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক বাংলার প্রতিনিধি এফ এম কামাল হোসেন সভাপতি ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি অধ্যাপক শামসুল হুদা লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি জাকির হোসেন কামাল (কালবেলা), যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম (সমকাল), সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম (আমাদের অর্থনীতি), কোষাধ্যক্ষ সফিকুল আলম সবুজ (প্রতিদিনের সংবাদ), দপ্তর সম্পাদক আবু সাঈদ (নয়াদিগন্ত), প্রচার সম্পাদক আনিসুল ইসলাম (আজকের পত্রিকা), ক্রীড়া সম্পাদক খোরশেদ আলম (যুগান্তর), নির্বাহী সদস্য মহসীন খান বকুল, সঞ্জীব কুমার দাস (আমার সংবাদ), সাইফুল ইসলাম শাহীন (ইত্তেফাক), শেখ সফিউদ্দিন জিন্নাহ (বাংলাদেশ প্রতিদিন) ও তপন বিশ্বাস (দেশ রূপান্তর)।
এর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে প্রেসক্লাবের পুরনো কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠিত হয়।