৪ দফা দাবিতে দেশের সব হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারসহ চার দফা দাবিতে সারা দেশের সব হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সার্জন আবদুল আহাদ এই ‘কমপ্লিট শাটডাউনের’ ঘোষণা দেন।

দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা স্বাস্থ্য কমপ্লেক্স এই কর্মসূচির আওতাভুক্ত বলে তিনি জানান।

এর আগে শনিবার রাতে এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে একদল বহিরাগত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে হামলা চালিয়ে ভাঙচুর ও চিকিৎসকদের মারধর করেন।

দাবিগুলো হল-

১. হাসপাতালের মত জনসেবামূলক প্রতিষ্ঠানে যেসব ব্যক্তি বা কুচক্রী মহল এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও দ্রুত বিচার আইনের মাধ্যমে শাস্তির আওতায় আনা।

২. নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার লক্ষ্যে অবিলম্বে সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে স্বাস্থ্য পুলিশের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা।

৩. নিরাপদ স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে হাসপাতালে রোগীর ভিজিটর ছাড়া বহিরাগত কাউকে কোনভাবেই ভেতরে প্রবেশ করতে না দেওয়া।

৪. হাসপাতালে রোগীর সেবা প্রদানের ক্ষেত্রে কোন অবহেলা-অসংগতি পরিলক্ষিত হলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ আকারে জানিয়ে শাস্তি নিশ্চিত করা। কোনভাবেই আইন নিজের হাতে তুলে না নেওয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button