কাপাসিয়ার সিংহশ্রী বাজারের খাস জমি দখল, দোকান নির্মাণ

কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ার সিংহশ্রী বাজারে শত বছরের পুরনো বটগাছের ডালা কেটে অবৈধভাবে পাকা দোকান নির্মাণের অভিযোগ উঠেছে।

অভিযুক্তরা হলেন বাজার কমিটির সভাপতি ও ৪ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলী, তার ভাতিজা নাজমুল ইসলাম এবং পল্লী চিকিৎসক ফজলুল হক।

সরেজমিনে দেখা যায়, শীতলক্ষ্যা নদীর পাড় ঘেঁষে সিংহশ্রী ইউনিয়ন পরিষদের পাশে সিংহশ্রী বাজার। বাজারের খাস জমি কতিপয় প্রভাবশালী ব্যক্তি নানা কৌশলে দখলে রেখেছেন।

এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা ভিটা থেকে বঞ্চিত হচ্ছেন। সমস্যা দূরীকরণে প্রশাসনও দীর্ঘদিন ধরে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

ওই মোহাম্মদ আলী, নাজমুল ইসলাম ও ফজলুল হক গত মাসের শেষ দিকে তিনটি পাকা স্থাপনার কাজ শুরু করেন। এখন কাজ শেষ পর্যায়ে।

ঘটনাটি গত ১ সেপ্টেম্বর সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া ইয়াসমিনকে মোবাইলে জানানো হয়। পরে রায়েদ ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা আক্কাচ হোসেন ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন। কয়েক দিন পর কাজ আবারও শুরু হয়।

ঘটনাস্থল পরিদর্শন করছেন নায়েব আক্কাচ

এ ব্যাপারে মোহাম্মদ আলী আলোকিত নিউজকে বলেন, এই জমির এসএ রেকর্ড তার বাবার নামে। আরএস রেকর্ডে চান্দিনা ভিটা হয়েছে। ২০১৮ সাল পর্যন্ত তারা খাজনাও দিয়েছেন।

মেম্বারের ছোট ভাই মাহবুব আলম বলেন, ভাই এইত্তা আমার বাপ-দাদার সম্পত্তি। লেখালেখি করে কতটুকু টিকতে পারবেন দেহি।

এসিল্যান্ড ছুটিতে থাকায় কয়েকবার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। টোক ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা বাবুল মিয়াও কল ধরেননি।

তবে উপজেলা ভূমি অফিসের কানুনগো নূরুল ইসলাম আলোকিত নিউজকে বলেন, সিংহশ্রী বাজার পেরিফেরিভুক্ত। অনুমতি ছাড়া বাজারের গাছের ডাল কাটা বা ঘর নির্মাণ করা অবৈধ।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker