গাজীপুরে চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের গডফাদার ইলিয়াস গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় চাঁদাবাজি ও কিশোর গ্যাং চক্রের গডফাদার ইলিয়াস মোল্লাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

গাজীপুর সেনা ক্যাম্পের নেতৃত্বে বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে যৌথ বাহিনীর অভিযানে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অপর তিনজন হলেন ইলিয়াস মোল্লার ডান হাত খ্যাত আপু, কিশোর গ্যাং নেতা নাহিদ ও কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য জাহিদ।

অভিযানে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে তাদেরকে জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়।

সেনা ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইলিয়াস মোল্লা দীর্ঘদিন ধরে বাঘের বাজার এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। তিনি জায়ান্ট টেক্সটাইল কারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির সঙ্গেও সরাসরি জড়িত ছিলেন।

এ ছাড়া ইলিয়াস মোল্লা ইতিপূর্বে ওই এলাকায় সেনা টহলের সামনেই দেশীয় অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসের মহড়া দেন। তার বিরুদ্ধে জয়দেবপুর থানায় চারটি মামলা রয়েছে।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker