শ্রীপুরে অর্ধশতাধিক স্থাপনা গুঁড়িয়ে ৪ একর বনভূমি উদ্ধার
শ্রীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে ৫ আগস্ট পরবর্তী সময়ে বনভূমি দখল করে গড়ে ওঠা ৫৬টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
শনিবার শ্রীপুর রেঞ্জের সাতখামাইর বিটের তালতলী মুরগি বাজার, সাইটালিয়া ও উত্তর পেলাইদ এলাকায় দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ অভিযানে নেতৃত্ব দেন। এতে বন বিভাগ, সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা সহযোগিতা করেন।
এর আগে বনভূমি থেকে অবৈধ পাকা ও টিনশেড স্থাপনা সরিয়ে নিতে এলাকায় মাইকিং করে বন বিভাগ। কিন্তু দখলদাররা তাতে সাড়া দেননি।
বন কর্মকর্তারা জানান, যৌথ বাহিনীর সহযোগিতায় এক্সকাভেটর দিয়ে ৫৬টি স্থাপনা গুঁড়িয়ে দিয়ে চার একর বনভূমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ভূমির বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, প্রতিটি পয়েন্টে ইউনিট তৈরি করে অভিযান পরিচালনা করা হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।