সরকার ভারতীয় চক্রান্ত নস্যাৎ করে দিয়েছে : গাজীপুরে জামায়াত নেতা
নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এখন দেশ গড়ার কাজের সঙ্গে নতুন চক্রান্তও শুরু হয়েছে। বিপ্লবের পরে প্রতিবিপ্লব, জুডিশিয়াল ক্যু, আনসার কাণ্ড, এই দাবি-ওই দাবি, অবরোধ-ধর্মঘট, সচিবালয়ে আগুন, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা।
তিনি বলেন, তারা বোঝাতে চায় আওয়ামী লীগ না আসলে হিন্দু ভাইয়েরা শান্তিতে থাকতে পারবে না। এই পরিস্থিতি তারা তৈরি করতে চায়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ভারতীয় শক্তিবাদী এজেন্সির এই চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছে।
শুক্রবার গাজীপুরের ভবানীপুর এলাকার মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে দলটির কেন্দ্রীয় নেতা এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা একটি অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই। এখন কোন ষড়যন্ত্র এই অগ্রযাত্রা কি আবার বাধাগ্রস্ত করার চেষ্টা করছে? কেউ বলে নির্বাচন তাড়াতাড়ি করেন, আবার কেউ বলেন সংস্কার আগে হোক।
মিয়া গোলাম পরওয়ার বলেন, যারা যারা বিপ্লব করলাম, রক্ত দিলাম, তাদের মাঝেই মতপার্থক্য শুরু হয়েছে। একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যাই। সংস্কার না করে যারা নির্বাচন চায়, তারা সংবিধানের দোহাই দেন।
তিনি আরও বলেন, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, ড. ইউনূস আসলেন কোন সংবিধানে? উপদেষ্টা পরিষদ শপথ করলো কোন আইনে? কোটি কোটি মানুষ যা চাইবে, ঐটার লিখিত রূপ হচ্ছে সংবিধান।
সম্মেলনে জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক মুহাম্মদ ইজ্জত উল্লাহ ও কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী।