শ্রীপুরে ‘কিশোর গ্যাংয়ের হামলায়’ ওষুধ ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে কেওয়া পশ্চিমখন্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাসিবুল ইসলাম বাদশা (৪০) বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার এলাকার আবদুল হাইয়ের ছেলে।

তিনি প্রায় এক যুগ আগে ওই এলাকায় জমি কিনে বাড়ি করে স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস ও মসজিদ মোড়ে মামনি ফার্মেসি নামে দোকান দিয়ে ব্যবসা করে আসছিলেন।

এ ঘটনায় দারগারচালা এলাকার আলী আকবরের ছেলে অন্তর (২০) ও মৃত নিজাম উদ্দিনের ছেলে রোমানকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

নিহতের পরিবার জানায়, বাদশা ঢাকার এক আত্মীয়ের বাসা থেকে রাত প্রায় আড়াইটার দিকে মাইক্রোবাসে করে বাসায় ফেরেন। তখন কিশোর গ্যাং গ্রুপের প্রধান রুবেলসহ সাত-আটজন তার ওপর চড়াও হন। দুই-তিনজন এলোপাতাড়ি কিল-ঘুষি দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্ত্রাসীরা বাড়ির ভেতরে ঢুকে তার স্ত্রী মাহমুদা আক্তার ও শ্যালিকা সালমা আক্তারের গলার স্বর্ণের চেইনও ছিনিয়ে নিয়ে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মন্ডল জানান, ঘটনার পর জড়িত দুজনকে রাতেই গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker