শ্রীপুরে বোতাম কারখানায় অগ্নিকাণ্ড-বিস্ফোরণ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে মেঘনা গ্রুপের বোতাম কারখানায় অগ্নিকাণ্ডে একজন নিহতের খবর পাওয়া গেছে।

রবিবার দুপুরে দিকে উপজেলার ভাংনাহাটি এলাকার এম এন্ড ইউ ট্রিমস লিমিটেডে এ ঘটনা ঘটে।

কারখানা কর্তৃপক্ষ জানায়, কারখানাটির কেমিকেলের গোডাউনে হঠাৎ আগুন লেগে কয়েকটি বিস্ফোরণ হয়। এতে কারখানার ভেতরের ও বাইরের লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন। মালামাল পুড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় বিকেল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

আরও খবর

Back to top button