কাপাসিয়ায় যুবলীগ নেতা সাখাওয়াত ও বিএনপি নেতা জামালের শাস্তি দাবিতে বিক্ষোভ

কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় যুবলীগ সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান এবং বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন আহমেদের শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল হয়েছে।

রবিবার দুপুরে ঐক্যবদ্ধ নারী সমাজের ব্যানারে উপজেলা শহরের প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিল হয়।

অভিযুক্ত সাখাওয়াত হোসেন উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি সাবেক নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমির ডান হাত হিসেবে পরিচিত।

সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে এক গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা হয়েছে। ওই কিশোরী ইতিপূর্বে সন্তানও জন্ম দিয়েছে।

এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। কিন্তু সাবেক প্রতিমন্ত্রী প্রশ্রয় দেওয়ায় থানা পুলিশ তাকে গ্রেফতার করেনি।

অপর অভিযুক্ত জামাল উদ্দিন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তরগাঁও গ্রামের মৃত সফিউদ্দিন আহমেদ ওরফে মৃত সাবু চেয়ারম্যানের ছেলে।

এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে শনিবার জামাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই নারীর স্বামীর অনুপস্থিতিতে বাড়িতে প্রবেশ করে তাকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসীর নেতৃত্বে বিক্ষোভে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি নার্গিস আক্তার, সহ-সভাপতি মমতাজ বেগম, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, যুগ্ম সম্পাদক তানিয়া, দুর্গাপুর ইউনিয়ন মহিলা দলের সহ-সভাপতি শিউলি, সাধারণ সম্পাদক রাণী, ঘাগটিয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি মরিয়ম, সাধারণ সম্পাদক মনোয়ারা, চাঁদপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি লাভলী, সাধারণ সম্পাদক কমলা প্রমুখ।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker