রংপুরে সাঈদ হত্যাকাণ্ড : সাবেক আইজি-ডিআইজিসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলন ঘিরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যার ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

রবিবার নিহতের বড় ভাই রমজান আলী বাদী হয়ে রংপুরের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। বিচারক তাজহাট থানাকে এজাহার হিসেবে রেকর্ডের নির্দেশ দেন।

মামলার আসামিরা হলেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আবদুল বাতেন, রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. মনিরুজ্জামান, উপ-কমিশনার আল মারুফ হোসেন, সহকারী কমিশনার মো. আরিফুজ্জামান, আল ইমরান হোসেন, তাজহাট থানার সাবেক ওসি রবিউল ইসলাম, বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ বিভূতি ভূষণ রায়, এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

তাদের মধ্যে আবদুল বাতেন ও মো. মনিরুজ্জামানকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। রবিউল ইসলাম, আমির আলী ও সুজন চন্দ্র রায় সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন।

মামলার অন্য আসামিরা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল, প্রক্টর অফিসের কর্মকর্তা রাফিউল হাসান, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক শামীম মাহফুজ, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার রায় ও দপ্তর সম্পাদক বাবুল হোসেন।

মামলার আরজিতে বলা হয়, রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাঈদ। গত ১৬ জুলাই তিনি নিরস্ত্র ও দৃশ্যত পুলিশের জন্য কোন হুমকি ছিলেন না। তারপরও তাকে শটগান দিয়ে একাধিকবার গুলি করে হত্যা করা হয়।

আরও খবর

Back to top button