কাপাসিয়ায় গরু চুরি করতে গিয়ে গফরগাঁওয়ের ২ যুবক গণপিটুনিতে নিহত

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা ও বড়িবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, কয়েক মাস ধরে গরু চুরি বেড়েছে। পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। এক পর্যায়ে লোকজন চোর ধরতে রাতে পাহারা দেওয়া শুরু করেন।

বৃহস্পতিবার রাত দুইটার দিকে একদল চোর নামিলা গ্রামের চাঁন মিয়ার বাড়ির দিক থেকে মরহুম মান্নান কবিরাজের বাড়ির দিকে আসে। তখন লোকজন একজনকে ধরে ফেলেন। আরেকজন দৌড়ে গিয়ে পাশের বড়িবাড়ী গ্রামের ধানক্ষেতে লুকিয়ে পড়ে।

এ সময় বিক্ষুব্ধ জনতার পিটুনিতে ধৃত চোর ঘটনাস্থলেই মারা যায়। পরে অপর চোরকে ধানক্ষেত থেকে বের করে পিটুনি দিলে তারও মৃত্যু হয়।

নিহতদের বাড়ি গফরগাঁওয়ে। একজনের নাম হৃদয়। তাদের বয়স ২৫-৩০ বছর। তারা সম্পর্কে মামা-ভাগিনা বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ইউপি চেয়ারম্যান আনোয়ার পারভেজ খোকন জানান, দুই গরুচোর গণপিটুনিতে নিহত হয়েছে। এলাকায় আরও চার-পাঁচজন গরুচোর আছে। তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

আরও খবর

Back to top button