কালিয়াকৈরে কলেজ শিক্ষক খুন, ভাই-ভাতিজাদের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈরে জমি সংক্রান্ত বিরোধের জেরে কলেজ শিক্ষক মামুনকে পিটিয়ে হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

হত্যাকাণ্ডের একদিন পর সোমবার নিহতের স্ত্রী হাসিনা আক্তার বাদী হয়ে থানায় মামলা করেন।

মামলার আসামিরা হলেন নিহতের বড় ভাই মোহাম্মদ আলী, ছোট ভাই মজিবুর রহমান, ভাতিজা সুমন ও সেজান।

নিহত রেজা সাঈদ আল মামুন (৫৫) উপজেলার ঢালজোড়া ইউনিয়নের সাজনধারা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। তিনি চন্দ্রা এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতির শিক্ষক ছিলেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম জানান, ওই ঘটনায় হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও খবর

Back to top button