শ্রীপুরে গাড়িতে অগ্নিসংযোগ : বিএনপি নেতা ডা. বাচ্চু গ্রেফতার

সাদেক মিয়া, শ্রীপুর : বিএনপির হরতাল-অবরোধে গাজীপুরের শ্রীপুরে গাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের মামলায় দলটির কেন্দ্রীয় নেতা ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার দুপুর দুইটার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রফিকুল ইসলাম বাচ্চু শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের মো. শামসুদ্দিনের ছেলে। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক।

রফিকুল ইসলাম বাচ্চু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে আসছিলেন। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে তার মনোনয়ন প্রায় নিশ্চিত ছিল বলে জানা গেছে।

র‌্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন জানান, গত ১৮ নভেম্বর সন্ধ্যায় শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আসপাডা এলাকায় মশাল মিছিল ও অগ্নিসংযোগ করা হয়। এতে রফিকুল ইসলাম বাচ্চু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান নেতৃত্ব দেন।

ওই ঘটনায় রফিকুল ইসলাম বাচ্চুকে প্রধান আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

আরও খবর

Back to top button